Responsive Advertisement
|

কুলাউড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার



মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোঃ আজমল হোসেনের নির্দেশনা ও অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুকের দিকনির্দেশনায় কুলাউড়া থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ও ওয়ারেন্টভুক্ত আসামী ইদ্রিস আলী (৩৪) গ্রেফতার হয়েছে।


শনিবার (০২ নভেম্বর ২০২৫) ভোর ৬টার দিকে এসআই আব্দুল আলীমের নেতৃত্বে এএসআই আরিফুল ইসলাম, এএসআই বাবুল মিয়া ও সংগীয় পুলিশ সদস্যরা পৃথিমপাশা এলাকায় অভিযান পরিচালনা করে ইদ্রিস আলীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।


গ্রেফতারকৃত ইদ্রিস আলী, রয়ইব আলীর পুত্র এবং মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, তার বিরুদ্ধে কুলাউড়া সহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন