Responsive Advertisement
|

অবশেষে শাপলা কলিতে ‘সম্মতি’ এনসিপির



আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২ নভেম্বর) বিকেলে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।


তিনি বলেন, “আমরা নির্বাচন কমিশনে তিনটি প্রতীক—শাপলা, সাদা শাপলা ও শাপলা কলি—চেয়ে আবেদন করেছিলাম। বৃহত্তর স্বার্থে আমরা ‘শাপলা কলি’ নিয়েই নির্বাচনে যাচ্ছি। আগামী নির্বাচনে ধানের শীষ ও শাপলা কলির মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই।”


বিএনপির সঙ্গে জোট গঠন প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমরা কোনো দলকে এককভাবে সংসদ কুক্ষিগত করতে দিতে চাই না। এনসিপি ৩০০ আসনেই প্রার্থী দেবে। আগামী নির্বাচনে বিএনপি ও জামায়াতের পাশাপাশি শাপলা কলিও মাঠে থাকবে।”


এ সময় তিনি বিএনপি নেতা সালাহউদ্দিনের উদ্দেশে বলেন, “আইন উপদেষ্টার কাছে প্রেমের চিঠি দেওয়া হয়েছে—রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে প্রেমের কারখানা বানানো চলবে না।”


বিকেল ৩টার দিকে সিইসির সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।


উল্লেখ্য, গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের প্রতীকের তালিকা প্রকাশ করা হয়, যেখানে নতুনভাবে ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন