Responsive Advertisement
|

অনাবাদি জমিকে কাজে লাগালেই বাড়বে কৃষি উৎপাদন: সিলেটে কৃষি সচিব


সিলেট প্রতিনিধিঃ

কৃষি খাতকে আধুনিক ও টেকসইভাবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদি কৌশল প্রণয়নের লক্ষ্যে সিলেটে ‘বাংলাদেশের কৃষির রূপান্তর দূরদৃষ্টি ২০৫০’ শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) নগরীর হোটেল নূরজাহান গ্র্যান্ডে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে ও ট্যারাপস প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

মন্ত্রণালয়ের পরিকল্পনা, প্রকল্প ও সমন্বয় (পিপিসি) অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার কৃষিখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ২০৫০ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি রূপকল্প প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এ জন্য অঞ্চলভিত্তিক মতামত সংগ্রহ, বাস্তব সমস্যা চিহ্নিতকরণ এবং সমন্বিত পরিকল্পনা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, সিলেট অঞ্চলে কৃষি উন্নয়নের বিশেষ সুযোগ রয়েছে। এখানে রয়েছে হাওর, পাহাড়ি টিলা ও বিপুল পরিমাণ পতিত জমি। এসব অনাবাদি জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হলে উৎপাদন বহুগুণে বাড়ানো সম্ভব। পাশাপাশি তিনি কৃষকদের রাসায়নিক সার ও কীটনাশক কম ব্যবহার এবং নিরাপদ খাদ্য উৎপাদনের প্রতি গুরুত্বারোপ করার আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবী এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর প্রযুক্তিগত উপদেষ্টা মার্টিন মগাস্টিনি। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক ও মো. সারওয়ার আলম।

কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা, গবেষক, কৃষি কর্মকর্তা, উদ্যোক্তা ও কৃষকদের অংশগ্রহণে গ্রুপভিত্তিক আলোচনার মাধ্যমে মতামত নেওয়া হয়। অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন