Responsive Advertisement
|

কুলাউড়া সীমান্ত এলাকা থেকে ১৩টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি


মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত এলাকা থেকে ১৩টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।


শনিবার (১ নভেম্বর) ভোর রাত ৪টার দিকে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) দত্তগ্রাম বিওপির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।


শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএসএম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টার দিকে দত্তগ্রাম বিওপির টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়।


এ সময় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় মালিকবিহীন অবস্থায় ১৩টি গরু আটক করা হয়। গরুগুলো আটক হওয়ার পর স্থানীয় একটি চোরাকারবারী চক্র এবং কয়েকজন প্রভাবশালী ব্যক্তি গরুগুলো নিজেদের দাবি করে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। তবে বিজিবি সতর্ক ও কঠোর অবস্থানে আছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন