Responsive Advertisement
|

সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে টানা পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস


সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল রোববার (১১ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।


আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় প্রতিদিনই দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


বিশেষ করে আজ সোমবার (১২ মে) থেকে শুরু করে বৃহস্পতিবার (১৫ মে) পর্যন্ত প্রতিদিনই সিলেট বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।


এছাড়া দেশের অন্যত্রও রংপুর, ঢাকা, রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


তাপমাত্রা প্রসঙ্গে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে কিছু কিছু এলাকায় তা ১-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।


বর্ধিত পাঁচদিনের পূর্বাভাসে বলা হয়, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা সারা দেশে অব্যাহত থাকতে পারে। ফলে জনসাধারণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন