Responsive Advertisement
|

মৌলভীবাজার জেলা পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনাসভা



মৌলভীবাজার প্রতিনিধি ::

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণসভা ও অপরাধ পর্যালোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল (১৩ মে) সাড়ে ৮টায় পুলিশ লাইন্স ড্রিল শেডে কল্যাণসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা। 

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার জেলা পুলিশের সদস্যদের পেশাদারিত্বের সাথে কাজ করার আহবান জানান এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সভায় জেলা পুলিশের সকল থানা-ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং পুলিশের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সভাশেষে দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেনের সঞ্চালনায় মাসিক অপরাধ পর্যালোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মুলতবি মামলা ও স্পর্শকাতর মামলাসমূহের অগ্রগতি এবং জেলার গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। 

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. কামরুল হাসান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাকিল প্রমুখ। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন