মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে বাটা শোরুমসহ কয়েকটি কোমল পানীয়র গোডাউন পরিদর্শন করেছেন পুলিশ সুপার (এসপি) এম,কে,এইচ, জাহাঙ্গীর হোসেন। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে শহরের বিভিন্ন এলাকায় এসব গোডাউন পরিদর্শন করেন তিনি।
এ সময় মৌলভীবাজার জেলায় বয়কটের নামে কেউ বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির চেষ্টা করলে পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা ভঙ্গ করে, লুটপাট করে কেউ ছাড় পাবে না।
একটি গোষ্ঠী দেশ ও বর্তমান সরকারের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করার জন্য সাধারণ মানুষের ব্যক্তিগত ব্যবসাপ্রতিষ্ঠান এবং ঘর-বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চালাচ্ছে। এসব লুটেরা ও হামলাকারীদের সামাজিকভাবে প্রতিহত এবং আইন প্রয়োগকারী সংস্থার কাছে সোপর্দ করতে তিনি সকলকে আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আবু জাফর মো. মাহফুজুল কবির, সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিনহাজুল কবির প্রমুখ।
