Responsive Advertisement
|

গ্রাম পুলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাহিনী: সিলেটে মহাপরিচালক কাইয়ূম


সিলেট প্রতিনিধি ::

সিলেট সদর উপজেলায় ইউনিয়ন পর্যায়ের গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) আয়োজনে ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় পরিষদের অডিটোরিয়ামে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এনআইএলজির মহাপরিচালক মো. আব্দুল কাইয়ূম। বক্তব্যে তিনি বলেন, প্রশিক্ষণ হলো একজন মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রতিটি বাড়ি যাদের চেনা তারা হলেন গ্রাম পুলিশ। তাই এই বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাসব্যাপী এই প্রশিক্ষণ থেকে লব্ধ জ্ঞান অক্ষরে অক্ষরে পালন ও প্রয়োগ করতে গ্রাম পুলিশ বাহিনীর প্রতি তিনি বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনআইএলজির যুগ্মপরিচালক (প্রশিক্ষণ ও পরামর্শ) মোহাম্মদ জাহিদ আখতার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, স্থানীয় সরকার বিভাগ সিলেটের উপপরিচালক সুবর্ণা সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ, আনসার ও ভিডিপির সহকারী কমান্ড্যান্ট তানিয়া আক্তার প্রমুখ।

এ সময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সুধীজনরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কোর্সে সদর উপজেলার ৭টি ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশ অংশ নেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন