ডেস্ক রিপোর্টঃ
জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) পদে ৩০% ক্রাফট ইন্সট্রাক্টর প্রমোশন কোটা বাতিলসহ ছয় দফা দাবিতে সারাদেশের পলিটেকনিক শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে নেমেছেন। বুধবার (১৯ মার্চ) তারা কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও ন্যায়সংগত নিয়োগপ্রক্রিয়ার দাবিতে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে বিক্ষোভ করছেন।
শিক্ষার্থীরা বলেন, "জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) পদে শুধুমাত্র ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক করা উচিত। কিন্তু ৩০% কোটা থাকায় মেধাবী ডিপ্লোমা প্রকৌশলীরা বঞ্চিত হচ্ছেন।"
শিক্ষার্থীদের ছয় দফা দাবি:
১. জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) পদে আবশ্যিকভাবে ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি বাধ্যতামূলক করতে হবে।
2. ক্রাফট ইন্সট্রাক্টরসহ কারিগরি শিক্ষার সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে।
৩। কারিগরি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে বিভাগীয় শহরগুলোতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে।
৪। কারিগরি শিক্ষা প্রসারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের আবেদন করার সুযোগ দিতে হবে।
৫। প্রাইভেট সেক্টরে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য ন্যূনতম বেতন স্কেল নির্ধারণ করতে হবে।
৬। জুনিয়র ইন্সট্রাক্টর পদে ৩০% ক্রাফট ইন্সট্রাক্টর প্রমোশন কোটা অবিলম্বে বাতিল করতে হবে।
শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে অনড় অবস্থানে আছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায়, তারা আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।

আমি একজন সদ্য সাবেক পলিটেকনিক ইনস্টিটিউট এর ছাত্র, তাদের দাবি সাথে একাগ্রতা পোষন করছি।
উত্তরমুছুনদেশব্যাপী চলমান লক্ষ লক্ষ পলিটেকনিক শিক্ষার্থীদের যৌক্তিক দাবীগুলো মেনে নিন।