Responsive Advertisement
|

স্বাধীনতা দিবসে মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি


মৌলভীবাজার প্রতিনিধি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। আজ বুধবার (২৬ মার্চ) ভোরে পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবার নেতৃত্বে কেন্দ্রীয় শহিদ স্মৃতিসৌধ এবং শাহ মোস্তফা রোডে অবস্থিত গণকবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) আসিফ মহিউদ্দীন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শাকিল আহমেদ, জেলা বিশেষ শাখার ডিআইও ১ মো. আবু হোসাইন, সদর মডেল থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমান, টিআই (অ্যাডমিন) অনিল বিকাশ চাকমাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন