মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে গণহত্যা দিবসে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে মৌলভীবাজার জেলা পুলিশ। মঙ্গলবার (২৫ মার্চ) দিবস উপলক্ষে সকালে শহরের শাহ মোস্তফা রোডস্থ গণকবরে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার জনাব এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা।
পরে বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন, মৌলভীবাজার সদর থানার ওসি গাজী মো. মাহাবুবুর রহমান প্রমুখ।
বিষয়ঃ
দেশ
