সিলেট প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক উইংয়ের ১৬১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কো-অর্ডিনেটর কমিটি গঠন করেছে। এতে মাজহারুল ইসলাম ফকির প্রধান সমন্বয়কারী ও যুগ্ম সমন্বয়কারী হয়েছেন মোটর শ্রমিক মোশাররফ হোসেন স্বপন। রবিবার (২৩ মার্চ) এনসিপির প্যাডে এ কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়।
কমিটিতে শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় কমিটির সংগঠক হিসেবে সিলেটের শিব্বির আহমদ নির্বাচিত হয়েছেন। তাকে এমন গুরুত্বপূর্ণ পদ প্রদান করায় প্রধান সমন্বয়কারী মাজহারুল ইসলাম ফকিরসহ এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিব্বির।
বিষয়ঃ
দেশ
