Responsive Advertisement
|

ডিসিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে সিলেট জেলা প্রশাসন


জাতীয় একটি পত্রিকার ১৬ মার্চ ২০২৫ সংখ্যায় (অনলাইন ভার্সন) "বিধির বাইরে টাকা তুললেন ডিসি" শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদ নিম্নস্বাক্ষরকারীর দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি মিথ্যা ও বানোয়াট। প্রকাশিত মিথ্যা ও বানোয়াট সংবাদের ফলে জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতি, সিলেট-এর সভাপতি হিসেবে জেলা প্রশাসক, সিলেট-এর প্রতি নেতিবাচক ভাবমূর্তি তৈরির অপচেষ্টা করা হয়েছে। এর ফলে অসহায় দরিদ্র জনগোষ্ঠীর চক্ষু চিকিৎসা সেবা নিশ্চিতে জালালাবাদ অন্ধকল্যাণ সমিতি'র মাধ্যমে পরিচালিত জালালাবাদ চক্ষু হাসপাতালটির চিকিৎসা কার্যক্রমে সংকট তৈরি হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।

বিশেষভাবে উল্লেখ্য যে, জেলা প্রশাসক, সিলেট-এর কোনো মতামত গ্রহণ না করেই সংবাদটি পরিবেশন করা হয়েছে। এ ধরনের উদ্দেশ্যমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তার ব্যক্তিগত ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার অপচেষ্টার পাশাপাশি প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপপ্রয়াস চালানো হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।

প্রকৃতপক্ষে, গত ০৭/১২/২০২৪ তারিখ অনুষ্ঠিত জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতি'র বার্ষিক সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক প্রচলিত সরকারি বিধিবিধান, নীতিমালা ও অনুমোদিত গঠনতন্ত্র অনুযায়ী নতুন কার্যকরী পরিষদ গঠন না হওয়া পর্যন্ত সমিতি পরিচালনা এবং হাসপাতালে কর্মরত চিকিৎসকসহ অন্যান্য শ্রেণীর কর্মচারীগণের বেতন পরিশোধসহ চিকিৎসাসেবা অব্যাহত রাখার লক্ষ্যে জেলা প্রশাসক, সিলেট কর্তৃক অত্যাবশ্যক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 

বর্তমানে চিকিৎসক ও কর্মচারীগণের অনুকূলে বেতন-ভাতাদি পরিশোধের জন্য যৌথ স্বাক্ষরে সংস্থাটির ব্যাংক হিসাব পরিচালিত হচ্ছে। জেলা সমাজসেবা কার্যালয়, সিলেট-এর দাখিলকৃত সাম্প্রতিক প্রতিবেদন থেকে জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির গঠন সম্পর্কে জানা যায় যে, 'জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতি" নামে ২৩/১১/১৯৬৫ তারিখে নিবন্ধিত হওয়ার পর থেকে এ পর্যন্ত সংস্থাটি কর্তৃক কোন এক্সিকিউটিভ কাউন্সিল-এর অনুমোদন গ্রহণ করা হয়নি এবং নিবন্ধনকালীন সময়ে অনুমোদিত গঠনতন্ত্র ছাড়া পরবর্তীতে কোন সংশোধিত গঠনতন্ত্রের অনুমোদন গ্রহণ করা হয়নি। 

জেলা প্রশাসনকে অবহিত না রেখে সংস্থাটি গঠনের পর থেকে বিভিন্ন সময়ে ব্যক্তিস্বার্থে ও অবৈধ সুবিধা গ্রহণের জন্য সংশ্লিষ্ট নিবন্ধীকরণ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিরেকে সংশোধিত গঠনতন্ত্র তৈরিপূর্বক এর কার্যক্রম নীতিবহির্ভূতভাবে পরিচালনা করা হয়েছে। প্রতিবছর বাৎসরিক কার্যক্রমের প্রতিবেদন প্রদান করার বিধান থাকলেও অদ্যাবধি কোন প্রতিবেদন দাখিল করা হয়নি। অবস্থাদৃষ্টে প্রতীয়মান হয় যে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে সংস্থাটির গঠনতন্ত্র সংশোধন/সংযোজন/সংস্কারপূর্বক যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ করা প্রয়োজন। সে লক্ষ্যে গঠনতন্ত্র সঠিকভাবে সংশোধন/সংযোজন/সংস্কার করার জন্য একটি কমিটি ইতোমধ্যে গঠন করা হয়েছে। 

এ ছাড়া, নিয়মিত ও অনুমোদিত কার্যকরী পরিষদ গঠিত হওয়া অবধি সমিতি পরিচালনার জন্য একটি এডহক কমিটি গঠিত হয়েছে। উল্লেখ্য, ০৭/১২/২০২৪ তারিখে অনুষ্ঠিত জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতি'র বার্ষিক সাধারণ সভায় নিয়মতান্ত্রিকভাবে গঠনতন্ত্র সংশোধন, এডহক কমিটি গঠন, যৌথ স্বাক্ষরে বেতন-ভাতা বিলসহ অন্যান্য সকল বিল পরিশোধ এবং হাসপাতাল ও সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম পর্যালোচনা করার জন্য উপকমিটি গঠনের সিদ্ধান্তসমূহ গৃহীত হয়েছে।


রেজা ই রাব্বি

সহকারী কমিশনার, মিডিয়া সেল

জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন